ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ভারত থেকে ১১৩৭ কোটি টাকার জ্বালানি কিনছে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৩০ পিএম

ভারত থেকে ১১৩৭ কোটি টাকার জ্বালানি কিনছে বাংলাদেশ

ফাইল ছবি

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ, যার জন্য মোট খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত রোববার তাদের পরিচালনা পর্ষদের সভায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ডিজেল আমদানির এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। চলতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এটি বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রতি বছর ৭৪ লাখ মেট্রিক টন তেল প্রয়োজন হয়। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যা সাধারণত আমদানি করা হয়।

ভারতীয় রিফাইনারি থেকে তেল আনার জন্য বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনও তৈরি করা হয়েছে, যা দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত পৌঁছেছে।

এছাড়া, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানি করছে, যা ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে ট্রেনে আনা হচ্ছে। ২০২৩ সালে ভারত থেকে ৭০ হাজার ৫৫ মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল।

আরবি/এফআই

Link copied!