ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

পাকিস্তানের মতো দেউলিয়া সংকটে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ১২:৩৫ পিএম

পাকিস্তানের মতো দেউলিয়া সংকটে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর, দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকায় বর্তমানে পাকিস্তানের মতো দেউলিয়া সংকটের দিকে বাংলাদেশ এগোচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, সরকার পতনের পর সব সেক্টরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ শিল্পের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এতে বেশ কয়েকটি কোম্পানি বন্ধ হওয়ার পথে।

বাংলাদেশের পোশাক শিল্প চীনের পর বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। বিশ্বের বেশ কয়েকটি বড় বৈশ্বিক ব্র্যান্ড দেশ থেকে পোশাক আমদানি করে। এসব পোশাক পরে বড় বড় শোরুমে বিক্রি হয়। তবে দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়ছে এসব পোশাক শিল্পে। লোকসান কমানোর জন্য, অনেকেই এখন তাদের চাহিদা মেটাতে ভারতীয় নির্মাতাদের দিকে ঝুঁকছেন।

গার্মেন্টস শিল্প বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ২০২৪ সালে গার্মেন্টস শিল্প বাংলাদেশের জিডিপিতে ১১ শতাংশ ছিল। এই খাতের আয়ের প্রায় ৮০ শতাংশ আসে রপ্তানি থেকে। গার্মেন্টস শিল্প আরও পতনের সম্মুখীন হলে দেশকে ভারী ঋণের বোঝা টানতে হতে পারে। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশকে পাকিস্তানের মতো অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যেতে পারে বলে প্রতিবেদনে প্রকাশ।

বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলো পোশাক আমদানির নতুন জায়গা খুঁজছে। বিশ্ব বাজারে বাংলাদেশের বিকল্প হিসেবে ভারতের সুরাত শহরের নাম উঠে আসছে। সুরাতের পোশাক শিল্প বৃদ্ধির হার প্রতি বছর ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ বলে জানিয়েছে ইন্ডিয়া ডট কম।

আরবি/এফআই

Link copied!