ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি থেকে পেয়েছে ২০ মিলিয়ন ডলার

এডিবি ও ইউএসএআইডির অর্থায়ন পাচ্ছে বাংলাদেশ

মো. সায়েম ফারুকী

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৯:৩০ পিএম

এডিবি ও ইউএসএআইডির  অর্থায়ন পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন আর্থিক চুক্তির অনুমোদন দিয়েছে বিশ্বের শীর্ষ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো। ঋণ চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬ হাজার মিলিয়ন ডলার ঋণ বেশ অগ্রসরমাণ রয়েছে। তার মধ্যে ১৫ মিলিয়ন ডলার অর্থায়ন প্রক্রিয়ায়। বাংলাদেশ ব্যাংক ‘রিকুইজিশন দিলেই এডিবির অর্থ ছাড় দেওয়া হবে’।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি থেকে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট অ্যাগ্রিমেন্টের (ডিওএজি) আওতায় বাংলাদেশকে ২০২ দশমিক ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে। তার মধ্যে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, গভর্নর ড. আহসান এইচ মনসুর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সম্প্রতি বৈঠক করে বিশ্বের উন্নয়ন অংশীদার প্রতিষ্ঠানগুলো। বৈঠক শেষে বিশ্বব্যাংক, এডিবি, ইউএসএআইডি ও আইডিবির প্রতিনিধিদল বিপুল পরিমাণ ঋণের প্রতিশ্রুতি দেয়। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সেই প্রতিশ্রুতির ঋণ আগামী ডিসেম্বর মাসে তাদের বোর্ডে উপস্থাপন করা হবে। তারপর উন্নয়ন সহযোগিতার অর্থায়ন পাবে বাংলাদেশ। ঋণপ্রাপ্তি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা রূপালী বাংলাদেশকে বলেন, এডিবির ১৫ মিলিয়ন ডলার অর্থায়ন প্রক্রিয়ায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক রিকুইজিশন দিলেই এডিবি অর্থ ছাড় দেবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক নয়, সরকারের সঙ্গে চুক্তির আওতায় ইউএসএআইডি থেকে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে বাংলাদেশ।

ইউএসএআইডি ও ডিওএজির আওতায় বাংলাদেশকে ২০২ দশমিক ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ২০২১-২৬ সালের জন্য বাংলাদেশ ও ইউএসএআইডির মধ্যে একটি নতুন ডিওএজি স্বাক্ষরিত হয়েছিল। ডিওএজি বাস্তবায়নের মাধ্যমে ইউএসএআইডি মোট ৯৫৪ মিলিয়ন মার্কিন ডলার অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে ইউনূস সরকারকে প্রথম ২০ মিলিয়ন ডলার অর্থায়ন করে ইউএসএআইডি।

তার আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ও ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড জে এস চলিম্যান ১৫ সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ-সংক্রান্ত ষষ্ঠ সংশোধনী চুক্তিতে স্বাক্ষর করেন। পঞ্চম সংশোধনী পর্যন্ত ইউএসএআইডি ৪২৫ মিলিয়ন ডলার দিয়েছে। এই সংশোধনীর অধীনে ইউএসএআইডি ২০২ দশমিক ২৫ মিলিয়ন ডলার অনুদান দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭২ সাল থেকে বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘অর্থনৈতিক প্রযুক্তিগত ও সম্পর্কিত সহায়তা’ শীর্ষক একটি চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও শাসনের মতো বিভিন্ন খাতে ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অবদান রেখেছে।

এদিকে, এডিবি আগামী চার বছরে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ দেবে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। 
 

আরবি/জেডআর

Link copied!