ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ব্যাংকারদের বিদেশযাত্রায় আর বাধা নেই

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১০:০৪ এএম

ব্যাংকারদের বিদেশযাত্রায় আর বাধা নেই

ছবি: সংগৃহীত

ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না।

ব্যাংকের নির্ধারিত ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা এবং শিক্ষাসফরে অংশগ্রহণ করতে পারবেন।

রোববার (১৯ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা প্রদান করেছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, এখন থেকে ব্যাংকারদের বিদেশযাত্রায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির কোনো প্রয়োজন থাকবে না এবং তারা ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

আরবি/এফআই

Link copied!