এসি ও কম্প্রেসার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিখিত ব্যাখ্যা দিলেন ব্রামা’র সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান।
তার লিখিত বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো-
গত ১৫ই নভেম্বর ২০২৪ তারিখে একটি পত্রিকায় `নকল এসির কম্প্রেসারে ব্র্যান্ডের স্টিকার, ঘরে ঘরে পেতে রাখা হচ্ছে বোমা’ এমন শিরোনামে সংবাদ প্রচার করেছে। যা পুরো সেক্টরটিকে দোষী করে। তিনি তার লেখার মাধ্যমে পুরো সেক্টরটিকে অত্যন্ত খারাপভাবে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন।
বিশ্বের অন্যতম একটি রপ্তানিকারক দেশ চীনকে প্রথমেই দোষী সাব্যস্ত করেছেন। কোন তথ্য প্রচার করার আগে অবশ্যই তার বোঝা উচিৎ ছিল রপ্তানি বা আমদানীর ক্ষেত্রে প্রত্যেকটি দেশেরই নির্দিষ্ট ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিধান আছে। যদি কোন একটি প্রতিষ্ঠান আইন অমান্য করে সেক্ষেত্রে সম্পূর্ন দেশকে কোন অবস্থায় দোষারোপ করা যায় না।
যদি সাংবাদিক মহোদয়ের কাছে তথ্য থাকে তাহলে তিনি ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দূতাবাস বা বানিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট শাখার মাধ্যমে বা সেই রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারতেন। কিন্তু পুরো দেশকে নয়।
এ ধরনের তথ্যের জন্য আমদানী করতে গিয়ে দেশীয় সৎ ব্যবসায়িদের উপর বিরুপ প্রভাব পড়ে। কোন টেকনিক্যাল বিষয়ে সংবাদ পরিবেশনের আগে উক্ত বিষয়ের উপর ব্যাপক গবেষণার প্রয়োজন, নচেত সাধারন জনগনের উপর এর বিরুপ প্রভাব পড়ে। এই রিপোর্টে ঢালাও ভাবে বাংলাদেশে RAC Compressor আমদানীর সাথে জড়িত সকলকে দোষীর কাঠগড়ায় দাড় করানো হয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এ ধরনের অনুসন্ধানি সংবাদ পরিবেশনের জন্য আপনার অবচেতন মনে লিখেছেন কম্প্রেসর আমদানীর সঙ্গে ১৫ জনের নাম। কিন্তু এদের অধিকাংশই এই জাতীয় আমদানীর সঙ্গে এমন কি তাদের IRC পর্যন্ত নেই। তাহলে সহজেই অনুমেয় যে বিশেষ কোন ব্যক্তির প্ররোচনায় আপনার এই লিখা। যেটির কোন ভিত্তি নেই।
এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে শুধু চায়না থেকেই সব কম্প্রেসর আমদানি করা হয়ে থাকে কিন্ত বাস্তবে ভিন্নতা রয়েছে। চীন ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়শিয়া থেকে আমদানী হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে ওয়ালটন ফাক্টরীতেও কম্প্রেসর তৈরী হচ্ছে। কোন যন্ত্র বা যন্ত্রাংশ যদি মান সম্মত না হয় সে ক্ষেত্রে BSTI, BUET বা অনান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলোর লাববেটরীতে পরিক্ষা নিরিক্ষার মাধমে মান যাচাই বাছাই করে সেগুলোকে সনদ প্রদানের বিধান রয়েছে। এই রিপোর্টটি এত নিম্নমানের যে কম্প্রেসর সম্পর্কিত রি-ওয়েল্ডিং সম্পর্কে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন হয়েছে সেটি অসত্য। কারণ বর্তমানে এসিতে রোটারি এবং স্কুল টাইপ কম্প্রেসরের ব্যবহার অত্যধিক, যেখানে রি-ওয়েল্ডিং এর অপশন থাকে না। জনাব সাংবাদিক সাহেবকে বলবো যিনি আপনাকে গল্পগুলো শুনিয়েছেন আপনি তাঁর সাথে একবার চীনে গিয়ে সরেজমিনে দেখে আসুন। তা` হলে আপনার অভিজ্ঞতা হবে অথবা আমাদের দেশেই উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ভিজিট করুন সেক্ষেত্রে সেক্টরাল ব্যবসায়ীগন উপকৃত হবেন।
আমরা জানি রেফ্রিজারেশন এন্ড এয়ারকরিশনিং সিস্টেম এখন মানব সভ্যতার জন্য অপরিহার্য একটি বিষয়। রেফিজারেশন হচ্ছে "খাদ্য নিরাপত্তা" এবং এয়ারকন্ডিশনিং হচ্ছে "স্বাস্থ্য নিরাপত্তা”। অর্থাৎ এই টেকনোলজি বাদ দিয়ে পৃথিবীর কোন জাতি দিনাতিপাত করার চিন্তা করতে পারে না। অতএব বাস্তবতার সাথে মিল রাখতে গিয়ে দ্রুততার সাথে টেকনোলজির পরিবর্তন ঘটছে। কিন্তু নতুন টেকনোলজি সম্পর্কে আমাদের দেশের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের ব্যাপক ঘাটতি রয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় মান সম্মত আধুনিক টেকনোলজি সার্পোটেড ইঞ্জিনিয়ারিং টিম গড়ে না উঠায় দূর্ঘটনা বাড়ছে।
যদি সহজ ভাষায় বলি তা` হলে বর্তমানে কিছু রিফ্রিজারেন্ট গ্যাস রয়েছে যেগুলো দাহ্য, অতি দাহ্য এবং কন্ডেসিং প্রেসার পূর্বে ব্যবহৃত গ্যাস গুলোর তুলনায় অনেক বেশি। এছাড়াও ইনস্টলেশনের সময় কোন কারনে সঠিক ভাবে বায়ু শুন্য না করতে পারলে ভিতরে জলীয় কনা থেকে যায়, যা পরবর্তীতে ভিতরের গ্যাসের সাথে মিশ্রিত হয়ে এ্যাসিডে পরিনত হয়। এই এ্যাসিড সিস্টেমে ক্ষতের সৃষ্টির কারন। ফলে গ্যাসের চাপে ফাটলের সৃষ্টি করে বড় দুর্ঘটনা ঘটে যেখান থেকে পরে বড় অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
স্ফুলিঙ্গের সাথে তাপ বাড়তে থাকায় পুরো সিস্টেম স্ব-শব্দে ফেটে যেতে থাকে এবং তখনই ধারনা করা হয় কম্প্রেসর সিম্ফোরিত হচ্ছে। এসি বিস্ফোরনের জন্য উপরিল্লিখিত কারন বাদেও আরো অনেক কারনে বিস্ফোরনের ঘটনা ঘটতে পারে। এর মধ্যে টেকনিক্যাল টিমের আধুনিক প্রশিক্ষণের অভাব, মেরামত ইনস্টলেশনের জন্য সঠিক যন্ত্রপাতির অপ্রতুলতা, নিম্নমানের ফিটিংস, বৈদ্যুতিক চাপের পরিমাপ প্রভৃতি। এই প্রতিবেদনে এসি বিস্ফোরনে দেশের নানা স্থানের চিত্র তুলে ধরা হয়েছে।
পরিশেষে বলতে চাই ঢালাও ভাবে সবাইকে দোষারপ না করে যারা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আছেন আমরা তাদের বিরুদ্ধে সদা সোচ্চার। আসুন সবাই মিলে সত্য উদঘাটনের মধ্যে দিয়ে অবৈধ কালোবাজারি মুনাফা লোভী ব্যবসায়ীদের মুখোষ উন্মোচনের মাধ্যমে চিরতরে তাদের প্রতিহত করি।
সকলের সুস্বাস্থ্য ও ব্যবসায়ীক সফলতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :