ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের সঙ্গে বিএসইসির বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:০৯ পিএম

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের সঙ্গে বিএসইসির বৈঠক

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন। সোমবার (১৪ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় ভূমিকা রাখতে ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই সভা করা হয়, বলে বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি ভবনে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএসসির কমিশনার মো. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ অনেকে।

সভায় ব্রেকার এসোসিয়েশনের প্রতিনিধিরা পুাঁজবাজারে সার্বিক উন্নয়নে মতামত তুলে ধরেন। সভায় প্রতিবন্ধকতা সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় পুঁজিবাজারে রেগুলেটরি কঠেোমোর সংস্কার ও উন্নয়ন, যথাযথ মনিটরিং ও সুশাসন নিশ্চিতকরণ, সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত, আইপিও প্রক্রিয়ায় সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরবি/এফআই

Link copied!