ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ডিএসইর সিআরও খায়রুল বাশারকে বিএসইসির শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:০৭ পিএম

ডিএসইর সিআরও খায়রুল বাশারকে বিএসইসির শোকজ

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। মশিউর সিকিউরিটিজ কর্তৃক বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) খায়রুল বাশারকে বিএসইসিতে গিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শনোর নোটিস সম্পর্কে জানতে খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

জানা গেছে, খায়রুল বাশারের ব্যর্থতায় বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে মশিউর সিকিউরিটিজ। এর মধ্যে গ্রাহকের সমন্বিত হিসাবে ঘাটতি (সিসিএ) ৬৮ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া শেয়ার বিক্রি করে নিয়েছে ৯২ কোটি ৩৫ লাখ টাকা। দেশের শেয়ারবাজারের ইতিহাসে একক কোনো ব্রোকারেজ হাউজের এটিই সবচেয়ে বড় জালিয়াতি।

মশিউর সিকিউরিটিজের মতো পিএফআই সিকিউরিটিজ ও সিনহা সিকিউরিটিজে একই ধরনের জালিয়াতি হওয়ায় প্রতিষ্ঠান দুটি বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে ১২ জুন যোগদান করেন। যোগদানের পূর্বে এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

খাইরুল বাশার ২০১৮-১৯ মেয়াদের জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরবি/এস

Link copied!