ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নগদ এর ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৯:৫৫ এএম

নগদ এর ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক

ফাইল ছবি

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর অনিয়ম ও জালিয়াতি খুঁজে বের কর‌তে ফরেনসিক অডিট বা নিরীক্ষা করা হবে।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের রিট পিটেশনের বিষয়টি পর্ষদে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন যাচাই রিকভারি সংস্থা নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে এবং নগদে ফরেনসিক অডিট করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে নগদ-এ বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক অনিয়ম খুঁজে বের কর‌তে ফরেনসিক নিরীক্ষা করার জন্য ডাক অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাক অধিদফতরের আলোচনা হয়। দুই পক্ষ একমত হওয়ায় ফরেনসিক নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়

আরবি/জেআই

Link copied!