ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

ইউনিভার্সেল মেডিকেল ও এনআরবি ওয়ার্ল্ডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১২:৪৪ পিএম

ইউনিভার্সেল মেডিকেল ও এনআরবি ওয়ার্ল্ডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের ফাউন্ডার এনামুল হক এনাম, কো-অর্ডিনেটর জাসির কবির, এক্সিকিউটিভ মেম্বার ডিউক খান ও মনির হোসেন স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, এনআরবি ওয়ার্ল্ডের সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এর পাশাপাশি, তারা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন এবং অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা সুবিধাও পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন।

আরবি/এফআই

Link copied!