ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ব্যাংক খাতের উত্থান হলেও ইসলামী ব্যাংকের শেয়ার দরে ভাটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:২৯ পিএম

ব্যাংক খাতের উত্থান হলেও ইসলামী ব্যাংকের শেয়ার দরে ভাটা

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের উত্থানে বৃহস্পতিবার শুরু হয় শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন। যদিও ইসলামী ব্যাংকের শেয়ার দরের অস্বাভাবিক বৃদ্ধিকে অনুসন্ধান করতে বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অনুসন্ধানের নির্দেশের ধাক্কায় বৃহস্পতিবার শেয়ারপ্রতি দরে স্থিতিমিত হয়ে পড়ে ইসলামী ব্যাংকের শেয়ার। সকালে ৭১ টাকায় লেনদেন শুরু হলেও দুপুরে ৬৬ টাকায় নেমে আসে। তবে ব্যাংক খাতের প্রভাব সকাল থেকেই চোখে পড়ার মতো।

দুপুরে ১২টা ১৫ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৭ কোটি টাকা। দুপুরে লেনদেনের শীর্ষে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, জিআইবি, স্টান্ডার্ড ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। দুপুর পর্যন্ত দর বেড়েছে ২৭৫টি কোম্পানির, দর কমেছে ৮৬টির এবং স্বাভাবিক রয়েছে ৮৬টির দর।

 

আরবি/এস

Link copied!