ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ডিজিটাল প্লাটফর্ম ‘সংযোগ-নোফেল’ বিশ্বব্যাপী বিস্তৃতকরণে সংলাপ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০১:০৬ পিএম

ডিজিটাল প্লাটফর্ম ‘সংযোগ-নোফেল’ বিশ্বব্যাপী বিস্তৃতকরণে সংলাপ

ছবি: রূপালী বাংলাদেশ

বৃহত্তর নোয়াখালী কেন্দ্রীক ডিজিটাল প্লাটফর্ম সংযোগ-নোফেল বিশ্বব্যাপী বিস্তৃতকরণের লক্ষে সম্প্রতি কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ কার্যালয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সংযোগ-সংলাপে ঢাকায় বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠান শুরুতে অনুষ্ঠানের সার্বিক সহায়তাকারী ন্যাশনাল লাইফকে শীর্ষ করদাতার অ্যাওয়ার্ড, সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, আইসিএবি অ্যাওয়ার্ড অর্জনসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানটির সিইও মোঃ কাজিম উদ্দিনকে সংযোগ-নোফেলের পক্ষ থেকে প্রধান সমন্বয়ক ও এডমিন নাছির উদ্দিন মাশুক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। স্বাগত বক্তব্যে জনাব মাশুক সংযোগ-নোফেলের উদ্দেশ্য, আদর্শ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।  

সংযোগ-নোফেল প্লাটফর্মের প্রধান সমন্বয়ক ও এডমিন নাছির উদ্দিন মাশুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাজ্জাদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শামসুল হক দুলাল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টরে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আইকে সেলিম উল্লাহ খোন্দকার,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব আবু ইউসুফ মোঃ রাসেল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান মোঃ হাজী আলাউদ্দিন, আইআইডিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ গোলাম সরোয়ার ভূইয়া, ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের সিইও মোঃ সেলিম, ইস্টার্ন ইনস্যুরেন্সের সাবেক সিইও মোঃ হারুন পাটোয়ারী, মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোঃ জাহাঙ্গির আলম জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মজিবুর রহমান, বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাহারা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মফিজ উদ্দিন, ইউনির্ভাসেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহজাহান সাজু, ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) এবিএম মেজবাহ উদদ্দৌলা, পটুয়াখালীর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড পাপিয়া সুলতানা লিজা, বিএসএমএমইউ’র চিকিৎসক ডাঃ সৈয়দ মোঃ দিদারুল আলম, ড. নিজাম উদ্দিন ও মঞ্জুরুল আলম টিপু প্রমুখ।

বক্তাবৃন্দ বিশ্বব্যাপী সংযোগ-নোফেলের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীবাসীর মধ্যে ভ্রাতৃত্য ও সেতুবন্ধন তৈরীতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও  কোম্পানীর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সংযোগ-নোফেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংযোগ নোফেল পরিবারের সদস্য জি এম হেলাল উদ্দিন।

পরে আজিজুল বারী শিপুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরবি/এফআই

Link copied!