ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

‘ডিজেলে ১.২৫ টাকা কমাতেই জান বের হয়ে গেছে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৪:১২ পিএম

‘ডিজেলে ১.২৫ টাকা কমাতেই জান বের হয়ে গেছে’

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মত জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে অকটেন ও পেট্রলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১.২৫ টাকা কমানো হয়েছে। তবে এই দর কমাতেই সরকারের জান বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে আমাদের এখানে যে জ্বালানি তেল ব্যবহার করা হয়, তার বেশির ভাগ হচ্ছে ডিজেল।ডিজেলচালিত বাহন হচ্ছে বেশি। তারপর হচ্ছে অকটেন, এরপর পেট্রল। আপনারা বলতে পারেন যে অকটেন-পেট্রল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে কী, এদের পরিমাণটা খুব কম।’

তিনি আরও বলেন, ডিজেল এক টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরো চেষ্টা করব। ভবিষ্যতে যদি জ্বালানির মূল্য স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস নির্ধারণ করব, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটা তো আমি পরিবর্তন করতে পারব না।

উপদেষ্টা বলেন, ‘একটা কনট্রাক্ট আছে। সেটার জন্য এতটুকু করেছি। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে আমাদের, যাতে এটা আরও কমাতে পারি।’
 

আরবি/জেআই

Link copied!