ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৩১ পিএম

উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উদ্যোক্তা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধি।

বিতরণ কার্যক্রম শেষে উদ্যোক্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন হোসেন বলেন, ‍‍`উদ্যোক্তা গ্রুপ সামাজিক ব্যবসায় হিসেবে পরিচালিত হচ্ছে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।‍‍`
 

আরবি/জেডআর

Link copied!