ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

প্রবাহ বাড়ায় খোলা বাজারে কমেছে ডলারের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৪:০৩ পিএম

প্রবাহ বাড়ায় খোলা বাজারে কমেছে ডলারের দাম

ছবি: সংগৃহীত

ঢাকা: বিদেশ ভ্রমণের চাহিদা কমে যাওয়া এবং খোলাবাজারে চাহিদার চেয়ে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় দেশের বাজারে কমেছে মার্কিন ডলারের দাম।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী ও মানি চেঞ্জারদের মতে, বর্তমানে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২১ থেকে ১২২ টাকায়, যা তিন সপ্তাহ আগেও ছিল ১২৫ টাকা।

গত ৫ আগস্ট দেশটিতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশ ভ্রমণের চাহিদা কমে যাওয়া এবং খোলাবাজারে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় ডলারের বিনিময় হার নিম্নমুখী হয়েছে।

সাধারণত ভ্রমণকারীরা খোলা বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে থাকেন। তাদের চাহিদা কমে যাওয়ায় ডলারের দামও কমতির দিকে।

আরবি/ এইচএম

Link copied!