ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

ডলারের দর বাজারমুখী করল বাংলাদেশ ব্যাংক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৯:৪১ এএম

ডলারের দর বাজারমুখী করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

ডলারের দর বাজারমুখী করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী এখন থেকে আলোচনার মাধ্যমে ব্যাংক ও গ্রাহক ডলারের দর ঠিক করতে পারবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

যেখানে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের তথ্য আগামী ৫ জানুয়ারি থেকে দৈনিক দুইবার বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এ ক্ষেত্রে এক লাখ ডলারের বেশি ক্রয়-বিক্রয়ের তথ্য সকাল সাড়ে ১১টার মধ্যে এবং ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাবেচার তথ্য বিকাল সাড়ে ৫টার মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুন: ব্যাংক পরিচালকদের সভা-সম্মানীর নিয়মে পরিবর্তন

সার্কুলারে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে ১২ জানুয়ারি থেকে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে। এই ভিত্তিমূল্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ ছাড়া বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ বিষয়ক একটি নীতিমালাও প্রকাশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম বাজারভিত্তিক রাখতে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাজারভিত্তিক দামের সুবিধা নিয়ে কেউ বৈদেশিক মুদ্রাবাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে।

আরও পড়ুন: অর্থনীতি ধ্বংসে মিডিয়া ট্রায়াল, টার্গেট ১০ ব্যাংক ও ১০ শিল্পোদ্যোক্তা

এর আগে, ডলার দামের কারসাজি রোধে গত সোমবার কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ব্যাংক। ২৫টি ব্যাংকের এমডি ও ট্রেজারি প্রধানের সঙ্গে বৈঠকে গভর্নর জানিয়েছেন, রপ্তানি ও রেমিট্যান্সের ডলার ক্রয়ে ভিন্ন ভিন্ন দাম দেওয়া যাবে না। পাশাপাশি ডলারের ক্রয় এবং বিক্রয়ের পার্থক্য হবে সর্বোচ্চ এক টাকা। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তাহলে ১০ লাখ টাকা জরিমানা করা হবে। তবে ট্রানজেকশনের পরিমাণ যদি বেশি হয় তাহলে পুরো লেনদেনের ৫ শতাংশ হারে জরিমানা করা হবে।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয় আহরণের ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। এই বিনিময় হার ড্যাশবোর্ডের মাধ্যমে তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!