প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনেই দেশে ২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী রেমিট্যান্স। জুলাই বিপ্লবের পরে আয়ে সামান্য ধাক্কা খেলেও তা আবারে গতি পেয়েছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৪ হাজার কোটি টাকার বেশি।
বাংলাদেশে ব্যাংক সূত্রে রোববার জানা গেছে, চলতি ডিসেম্বরে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকা।
আপনার মতামত লিখুন :