সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:৫৬ পিএম

এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:৫৬ পিএম

এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা’

ছবি: সংগৃহীত

এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার সচেতনতা বিষয়ক বিশেষ আয়োজন “বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা”। তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস জাগানো। অনুষ্ঠানের শিরোনামটি নেওয়া হয়েছে সমীর রায়ের লেখা ও প্রতুল মুখোপাধ্যায়ের সুর ও কন্ঠের গান ‘আলু বেচো’র একটি লাইন থেকে। শিরোনামটির মাধ্যমে তরুণদের মধ্যে স্বপ্নকে বড় করে দেখার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে এক্সিলেন্স বাংলাদেশ।

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার বলেন, বছরব্যাপি এক্সিলেন্স বাংলাদেশ সারা দেশজুড়ে চাকরির মেলা, ক্যারিয়ার সামিটসহ নানামুখী আয়োজন করে থাকে। বর্তমান সময়ে তরুণদের সম্ভবনা বিবেচনায় রেখে বছরের শুরুর এই আয়োজন সারা দেশের তরুণদের উৎসাহ উদ্দীপনা যোগান দেবে বলে এক্সিলেন্স বাংলাদেশ বিশ্বাস করে। আয়োজনটিতে উদ্যোক্তা থেকে শুরু করে চ্যালেঞ্জিং পেশার মানুষদেরকে তরুণ প্রজন্মের মুখোমুখি করে, সরাসরি তাদের কথা শোনার সুযোগ করে দিয়েছে। জীবনের কঠিন সব পথ পেরিয়ে কিভাবে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়-তরুণদেরকে তা জানানোর জন্য এক্সিলেন্স বাংলাদেশের এই আয়োজনে ছিলেন এমন কয়েকজন অতিথি, যারা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিজেদের স্বপ্নকে একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছন এবং যারা তাদের নিজ নিজ কঠিন পথ পেরিয়ে স্বপ্ন না বেচার প্রয়াস নিয়ে এগিয়ে চলেছেন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্পনারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নজর-ই-জ্বিলানী; গ্রামীন ডানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিপেশ নাগ, দ্যা ডেইলি স্টারের চীফ বিজনেস অফিসার তাজদিন হাসান; ওয়েডিং ডায়েরি বাংলাদেশ ও প্রীত রেজা প্রোডাকশানের প্রতিষ্ঠাতা প্রীত রেজা; ফ্যাব্রিলাইফের সহ-প্রতিষ্ঠাতা রিয়াদ চৌধুরী, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদীর অনিক, লাইভ শপিং এর সিইও আশিক খান; শিশু ও কিশোর মনরোগ বিশেষজ্ঞ ডা. সামিনা হক, রিয়েল স্টার প্রোপাটিজ লিমিটেড এর সিইও শাওন সাঈত এইচ বি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকী এস বারী, থ্রাইভ হলিডেজ এর সিইও শাফায়েত আবিদ, কাপ ব্রান্ডিং প্লাটফর্ম হ্যাপী কাপ এর উদ্যোক্তা মেহেদী হাসান, সহ আরো অনেকে।

অতিথিদের মধ্যে নজর-ই-জ্বিলানী বলেন, শুধু নিজের লক্ষ্য ঠিক করলেই হবেনা। স্বপ্ন থাকলেই হবেনা। স্বপ্নকে কাগজের টুকরোয় লিখে রেখে নিজের মানিব্যাগের কোনায় রেখে দিতে হবে এবং দিনে একবার হলেও তা বের করে পড়তে হবে। আমাদের জীবনে বন্ধুত্ব হওয়া উচিৎ জ্ঞান দিয়ে। দীপেশ নাগ তার আলোচনায় স্বপ্ন দেখার বিভিন্ন ধাপ এবং এটিকে পূরনের জন্য নানা পর্যায় আলোকপাত করেন।

প্রীত রেজা বলেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় শব্দ হলো, ‘না’। কারণ সেখান থেকেই জীবনের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জগুলো শুরু হয়। নিজের আত্মবিশ্বাসের সাথে কাজকে মিলিয়ে চলতে হবে। আত্মবিশ্বাস একজন মানুষের পথ বদলে দিতে পারে।
 

আরবি/জেডআর

Link copied!