অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে কোনো পরিবর্তন করা হবে না। তিনি বলেন, বাজার মনিটরিং আরও শক্তিশালী করতে হবে। তবে শুধু ভোক্তা সংরক্ষণ আইন দ্বারা তা সম্ভব হবে না।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছোলা, ডাল, খেজুর আমদানি করা হয়েছে এবং সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। যদি প্রয়োজন হয়, আমরা সয়াবিন তেলের ব্যাপারে আবার সিদ্ধান্ত নেব।
তিনি আরও বলেন, বর্তমানে ২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকায় নেমে এসেছে। আমাদের দেশে পণ্যের দাম কখনো বেড়ে যায়, আবার কখনো কমে। উন্নত দেশে দাম অনেকটা স্থিতিশীল থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাজার মনিটরিং এখন আরও শক্তিশালী করতে হবে। কিন্তু শুধুমাত্র ভোক্তা সংরক্ষণ আইন দিয়ে তা হবে না।
নতুন করে পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রমজান শেষ হওয়া পর্যন্ত কোনো শুল্ক কাঠামো পরিবর্তন করা হবে না। এই বিষয়ে মেসেজ দেওয়া হয়েছে যে, রমজান শেষ হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন আনা হবে না।
আপনার মতামত লিখুন :