আসছে বোরো ধানের মৌসুম। তাই জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অন্যান্য খাতেও সরবরাহে চলতি বছরে (জানুয়ারি-জুন) সাতটি দেশ থেকে তেল আমদানী করবে সরকার।
অন্তর্বর্তী সরকার মোট ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানী তেল সরবরাহ করবে। এ জন্য অর্থ ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা। সচিবালয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
ইন্দোনেশিয়া, আরব আমিরাত, ভারক, চীন, মালয়েশিয়া থাইল্যান্ড এবং ওমান থেকে এই তেল আমদানী করা হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :