অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থের অপচয় ও লুটকারীদের ছাড় দেবে না সরকার। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। যাতে আর কেউ এটি করার সাহস না পায়।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা বর্তমানে বড় চ্যালেঞ্জ। দেশের জনগণ অনেক পরিশ্রমী এবং তাদের দক্ষতা রয়েছে। বিভিন্ন বাধা ও সুযোগ না পাওয়ার কারণে তারা এগিয়ে যেতে পারছে না। এই বাধা সরিয়ে মানুষের সৃজনশীলতা ও কর্ম উদ্যমকে কাজে লাগাতে চাই।
এ সময় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনের অভাব বর্তমানে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, রাজস্ব ফাঁকি রোধে কোম্পানি সচিবদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার তাগিদও দেন তিনি।
আপনার মতামত লিখুন :