উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রবিউল হোসেনের অপসারণ ও পদত্যাগ দাবিতে মানববন্ধন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১৮ নভেম্বর) সকালে মানববন্ধন করেছে উত্তরা ব্যাংকের সিবিএ নেতা, ছাত্র ও জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের সিবিএ -এর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আহসানুল হাবিব, ভারপ্রাপ্ত সভাপতি মো. মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মো. জালাল আহম্মেদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা।
তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলের সব ব্যাংকের এমডি অপসারণ বা পদত্যাগ করলেও তিনি এখনো পদত্যাগ করেননি। কোন খুঁটির জোরে উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন এখনো বহাল রয়েছেন? তার দ্রুত অপসারণ ও পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগে আল্টিমেটাম দেন। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন তারা
আপনার মতামত লিখুন :