ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

হুন্ডির চাহিদা কম, ডলারের বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৩:১৮ পিএম

হুন্ডির চাহিদা কম, ডলারের বাজার স্থিতিশীল

ছবি: সংগৃহীত

ডলারের বাজারে কোনো অস্থিরতা নেই। স্থিতিশীল হয়েছে বিদেশি মুদ্রাটির বিনিময় হার। অন্যদিকে ব্যাংক বা খোলা মার্কেটেও ডলারের সংকট নেই। ব্যাংকে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা প্রণোদনাসহ ডলারপ্রতি ১২৩ টাকা পাচ্ছেন, যেখানে খুচরা বাজারে মিলছে ১২১-১২২ টাকায়।

দুই বছরেরও বেশি সময় দেশে অস্থির ছিল বাজার। এখন হুন্ডির চাহিদা কমায় খুচরা বাজারে ডলারের বিনিময় হার নিম্নমুখী।

২০২২ সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা। সংকট তীব্র হয়ে ওঠায় বিনিময় হার বেড়েছে অস্বাভাবিক হারে। গত আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে ৪২ শতাংশেরও বেশি।

ডলারের দর স্থিতিশীল করতে গত মে মাসে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ নীতি গ্রহণ করেও সমাধান মেলেনি।

ব্যাংকের ঘোষিত দরের সঙ্গে কার্ব মার্কেটে ডলারের দরের ব্যবধান ছিল ৩-১০ টাকা। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডলারের বাজার স্থিতিশীল হয়েছে।

আরবি/জেআই

Link copied!