ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি ডলার ঋণ দেবে আইডিবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৫:৪৮ পিএম

অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি ডলার ঋণ দেবে আইডিবি

ছবি: সংগৃহীত

আগামী তিন বছরে জ্বালানি তেল, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ও অবকাঠামো উন্নয়নে ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

মঙ্গলবার (১৭ মঙ্গলবার) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক’র (এডিবি) রিজিওনাল হাব ম্যানেজার নাচছিস সুলাইমান।

তিনি জানান, ভৌত অবকাঠামোসহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক এ সহায়তা করবে আইডিবি। জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করা হবে।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে আগ্রহী আইডিবি।

আরবি/এফআই

Link copied!