ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বাণিজ্য উপদেষ্টা

দাম না বাড়ালে সয়াবিন তেলের আরও ঘাটতি দেখা দিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:০৯ পিএম

দাম না বাড়ালে সয়াবিন তেলের আরও ঘাটতি দেখা দিত

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সয়াবিন তেলের দাম না বাড়ালে আরও বেশি ঘাটতি দেখা দিত। সেই সঙ্গে দাম না বাড়ালে দীর্ঘমেয়াদী ক্ষতি হতো বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীতে এক সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে এক কোটি টিসিবি স্মার্ট কার্ড দেয়া হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলে ৫৭ লাখ স্মার্ট কার্ড পুনরায় বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার বোতলজাত সয়াবিন তেল লিটারে ৮ টাকায় বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আগে ১৬৭ টাকা ছিল বোতলজাত তেলের দাম।

আরবি/এফআই

Link copied!