ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০১:৪৫ পিএম

সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান

ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপির দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে। গত শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ ছাড়িয়ে যায়। সোমবার (১৪ অক্টোবর) রুপির দর সামান্য বাড়লেও তা ৮৪–এর ঘরেই আছে। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ১ ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯-এ নেমে যায়। পরে দিনশেষে তা ৮৪.০৭ রুপিতে ওঠে। সোমবার সকালে রুপির দর সামান্য বেড়ে ৮৪.০৫–এ উঠে আসে। গত বুধবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৩.৯৮ রুপি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় মুদ্রার এরকম টানা দরপতন হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বাজারসংশ্লিষ্ট মানুষ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে। এ কারণে রুপির মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

খালিজ টাইমেসর খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বৈদশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই দুই কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিকট ভবিষ্যতে ডলারের বিপরীতে রুপির ঘুরে দাড়ানোর সম্ভবনা কম।

এদিকে ৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সেই সপ্তাহে বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৭০ কোটি ৯০ লাখ ডলার কমে ৭০ হাজার ১১৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে।

আরবি/এফআই

Link copied!