অভ্যান্তরীণ সমস্যার কারণে ইসলামী ব্যাংক লিমিটেড থেকে সরে যেতে বাধ্য হলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। বাধার মুখে ১৯ ডিসেম্বর তিনি অফিস ছাড়তে বাধ্য হন।
এস আলম গ্রুপের আধিপত্য থাকার সময় নিয়োগ পাওয়া মনিরুল মওলা ১৯ ডিসেম্বর অফিস ছেড়ে যাওয়ার পরে আর আসেননি। কি কারণে আসছেন না- জানতে চাইলে ব্যাংকের উর্ধতন এক কর্মকর্তা বলেন, ‘এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। কেন আসছেন না, বলা মুশকিল।’
এ বিষয়ে জানতে মনিরুল মওলাকে তার ফোনে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আছে।
আপনার মতামত লিখুন :