নিয়ম ভেঙ্গে দেশের বাজার দখল করতে চায় জেএমআই গ্রুপ। করোনাকালে এন-৯৫ মাস্ক নিয়ে তুমুল আলোচিত এবং গ্রুপের চেয়ারম্যান আ. রাজ্জাক পুলিশের হাতে আটক হলেও পরে ছাড়া পান। সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান এবার অনৈতিকভাবে
বন্ডেস সুবিধায় উৎপাদিত পণ্য দেশের বাজারে বিক্রি করতে চায়।
কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী, শুধুমাত্র পোশাক শিল্প বাদে বন্ডেড সুবিধায় তৈরি পণ্য দেশের বাজারে বিক্রির সুযোগ নেই। তবুও সুবিধা চেয়ে জেএমআই গ্রুপ ৮ ডিসেম্বর এই সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একটি চিঠি দিয়েছে।
চিঠিতে ব্যবস্থাপনা পরিচালক আ. রাজ্জাক বলেন, ‘বিগত বছরগুলোতে এসআরও নং ৯৯/আইন/৯৬/১৬৬২/ শুল্ক তারিখ ১৬.০৬.৯৬ এর মাধ্যমে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণ থেকে অনুমোদন নিয়ে আমরা দেশের কিডনি রোগীদের দুর্দশা লাঘবের সুযোগ পাই।
ফলে দেশের আমদানির বিকল্প হিসেবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। এসআরও নং ৯৯/আইন/৯৬/১৬৬২/ শুল্ক তারিখ ১৬.০৬.৯৬ রহিত করে শুধু পোশাক শিল্পের জন্য স্থানীয় বাজারে বিক্রির জন্য এসআরও নং ২১৩ আইন/২০২৪/৬৫/কাস্টমস তারিখ ২৯/০৫/২৪/৬৫ কাস্টমস বিধি সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এতে বন্ডেড সুবিধায় উৎপাদিত পণ্য দেশের বাজারে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে।’
আপনার মতামত লিখুন :