ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

কেয়া গ্রুপের ৪টি কারখানা ১ মে থেকে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:৩২ পিএম

কেয়া গ্রুপের ৪টি কারখানা ১ মে থেকে বন্ধ

ছবি, সংগৃহীত

কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীবাবে বন্ধের ঘোষণা দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। বাজার অস্থিতিশীলতা, কাঁচামালের অপর্যাপ্ততা, ব্যাংকের সঙ্গে উৎপাদন হিসাবের অমিল এবং কারখানায় উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাসহ বিভিন্ন কারণে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

গাজীপুর মহানগরের জরুন এলাকায় কারখানাগুলোর অবস্থান। এই কারখানাগুলোতে প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন বলে জানিয়েছেন কেয়া গ্রুপের অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ মুছা মিয়া।

তিনি বলেন, ‘আপাতত চার মাস চলবে। আগামী ১ মে থেকে চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হবে।’

কেয়া কসমেটিকস কারখানার অ্যাডমিন ম্যানেজার শওকত হোসেন বলেন, আপাতত পোশাক কারকানা বন্ধ হবে। তবে কসমেটিকস কারখানা খোলা থাকবে।

আরবি/এস

Link copied!