ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

পাচারকৃত অর্থ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রকে চিঠি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:০৫ পিএম

পাচারকৃত অর্থ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রকে চিঠি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র সরকারকে চিঠি দেয়া হয়েছে। পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতেই চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের উদ্দেশ্যে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে সংস্থা দুটির প্রধানকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট অন্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ-সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে

আরবি/জেআই

Link copied!