ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ক্রেডিট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করল মেঘনা ব্যাংক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৫৫ পিএম

ক্রেডিট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করল মেঘনা ব্যাংক

ছবি : বিজ্ঞপ্তি

ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪-এ ‘এক্সিলেন্স ইন কনজিউমার কার্ডস-ক্রেডিট’ ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা ব্যাংক পিএলসি। 

সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে প্রধান অতিথি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশেষ অতিথি ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনারের কাছ থেকে এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত।

এই স্বীকৃতির মাধ্যমে মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা নিশ্চিত করে মানসম্মত গ্রাহক সন্তুষ্টি অর্জনের দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে। যার ফলে ব্যাংকিং খাতে মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ড একটি অনন্য অবস্থানে থাকবে।

আরবি/জেডআর

Link copied!