ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ডিবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন

নমিনেশন ফরম জমা দিলেন মামুন ও সায়েম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:৩২ পিএম

নমিনেশন ফরম জমা দিলেন মামুন ও সায়েম

বাঁ থেকে মো. শাখাওয়াত হোসেন মামুন ও মো. সায়েম ফারুকী। ছবি: রূপালী বাংলাদেশ

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নমিনেশন ফরম জমা দিয়েছেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন মামুন এবং দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সায়েম ফারুকী।

শাখাওয়াত হোসেন মামুন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। তিনি ভাইয়া অ্যাপারেলস লি., ন্যাচারাল রাইস ব্রান ওয়েল লি., সিগমা সিস্টেমস লি.-এর চেয়ারম্যান এবং প্যাসিফিক কনজ্যুমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন।

এ ছাড়াও তিনি ঢাকা চেম্বার অব কমার্স, বেসিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন, চায়না-বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন), বাপাসহ বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের সদস্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, শাখাওয়াত হোসেন মামুন বাংলাদেশের তরুণদের সর্ববৃহৎ সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের ২০১৬ ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জুনিয়র চেম্বারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, একই দিনে চেম্বারের ২০২৫-২৭ মেয়াদের পরিচালক পদে নমিনেশন জমা দিয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সায়েম ট্রেড ইন্টারন্যশনালের স্বত্বাধিকারী মো. সায়েম ফারুকী।

তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা সাউথে ২০১২ সালে পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে ল্যাটিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার ও ইস্টার্ন ইউরোপিয়ান-বাংলাদেশ চেম্বারের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

ডিবিসিসিআই সূত্রে জানা যায়, এবার রেকর্ড-সংখ্যক ২২টি নমিনেশন পেপার জমা পড়েছে, যার মধ্য থেকে সদস্যদের ভোটে ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। আগামী ১১ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে নির্বাচিত এই ১৫ জনের মধ্য থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন করা হবে।

প্রসঙ্গত, ডিবিসিসিআইয়ের এবারের নির্বাচনে শাখাওয়াত হোসেন মামুন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লি. এবং মো. সায়েম ফারুকী সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করছেন।
 

আরবি/ এইচএম

Link copied!