ভারতে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয় গত তিনদিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ কারণে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টার পর থেকে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা।
স্লট বুকিং চালু করাতে বধুবার (২৭ নভেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক প্রবেশ করে। এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। যার কারনে তারা সকল পণ্য রপ্তানি বন্ধ করেছিল। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি হয়নি। সকল সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :