ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

৭ দিনের মধ্যে আমদানি দায় পরিশোধের নির্দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১২:১৬ পিএম

৭ দিনের মধ্যে আমদানি দায় পরিশোধের নির্দেশ

ফাইল ছবি

আগামী ৭ দিনের মধ্যে ব্যাংকগুলোর সব ওভারভিউ (মেয়াদোত্তীর্ণ এলসির দায়) পরিশোধ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এলসির দায় নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হলে তার কারণ জানাতে হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, আমদানি ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে বিলম্ব করছে দেশের কিছু ব্যাংক। এতে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে আমদানি দায় পরিশোধে বিলম্বকারীদের জন্য কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারই পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, এলসির দায় বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনবে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর চিঠিও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জানান, কোভিডকালীন এলসি দায় পরিশোধে সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন মহামারি নেই তবুও কিছু ব্যাংক দায় পরিশোধে বিলম্ব করছে। এতে দেশের সুনাম নষ্ট হচ্ছে, বেড়ে যাচ্ছে আমদানি এলসির খরচ। তাই আগামী ৭ দিনের মধ্যে সব আমদানি দায় পরিশোধ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলার না থাকলে প্রয়োজনে ডলার কিনে দায় পরিশোধ করতে হবে। নির্ধারিত সময় ব্যাংক দায় পরিশোধে ব্যর্থ হলে তার যথাযথ কারণ জানাতে হবে। পাশাপাশি কোনো ঋণপত্র খোলার আগে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করতে হবে। এলসির দায় পরিশোধে ব্যর্থ হয় সংশ্লিষ্ট কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনা হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এলসি দায় পরিশোধে বিলম্বকারীদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমদানি ঋণপত্র বা এলসির দায় পরিশোধে বিলম্বের কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এর ফলে আমদানি ব্যয়সহ ও বিভিন্ন খরচ বেড়ে যাচ্ছে। এখন থেকে এলসি খোলার আগে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা নিশ্চিত করতে হবে। মেয়াদোত্তীর্ণ এলসি গ্রহণযোগ্য হবে না। সময়মতো পেমেন্ট নিষ্পত্তি করতে ব্যর্থ হলে লেনদেনের জন্য দায়ী কর্মকর্তাকে জবাবদিহিতার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/এফআই

Link copied!