স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। নতুন এই দর সোমবার থেকে কার্যকর হবে।
এদিকে, গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় গত ৯ ও ১১ ডিসেম্বর পর পর দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছিল। তবে দুই দফা বৃদ্ধির পর এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী বর্তমান বাজারে স্বর্ণের ভরি ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা।
আপনার মতামত লিখুন :