ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সালমান এফ রহমান ও তার ছেলে-পুত্রবধূর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০১:০৫ পিএম

সালমান এফ রহমান ও তার ছেলে-পুত্রবধূর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান এবং তার ছেলে ও পুত্রবধূর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিএফআইইউর এক চিঠিতে বলা হয়েছে, ‘উল্লিখিত ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধের নির্দেশনা দেওয়া হল।’

তাদের সবার নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে চিঠিতে আরও বলা হয়, ‘তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের (কোম্পানি হিসাবসহ) নামে পরিচালিত যে কোনো ধরনের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী) এবং প্রদত্ত এক্সেল ছক মোতাবেক তথ্যাদি পত্র ইস্যুর তারিখ হতে চার কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হল।’

সম্প্রতি আন্দোলনে সহিংসতার সময় মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সালমান রহমানের ব্যাংক হিসাবের পাশাপাশি তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে বলা হয়।

আরবি/জেআই

Link copied!