ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ব্যাংক আল ফালাহকে অধিগ্রহণ করতে চায় শ্রীলঙ্কান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ১২:৩২ এএম

ব্যাংক আল ফালাহকে অধিগ্রহণ করতে চায় শ্রীলঙ্কান ব্যাংক

ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাংক আল ফালাহকে অধিগ্রহণ করতে চায় শ্রীলঙ্কার হ্যাট্টন ন্যাশনাল ব্যাংক (এইচএনবি)। এজন্য বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় নিতে চায় ব্যাংকটি। পাকিস্তানভিত্তিক ব্যাংকটি নন-বাইন্ডিং এ প্রস্তাব ইতোমধ্যেই পেয়েছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাব তারা পেয়েছিল বাংলাদেশের ব্যাংক এশিয়ার থেকে।

সব ধরনের আইন ও বিধিবিধান পরিপালন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর দরকারি অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল ফালাহর পরিচালনা পর্ষদ।

সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানের স্টক এক্সচেঞ্জকে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এখন পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক আল ফালাহ‍‍`র বাংলাদেশের কার্যক্রম এইচএনবির অধিগ্রহণের বিষয়ে বিধিমোতাবেক অনুমোদন নেওয়ার চেষ্টা করব।

ব্যাংক আল ফালাহ‍‍`র একজন সিনিয়র কর্মকর্তা বলেন, প্রস্তাবের মানে এই নয় যে, বিক্রি করতেই হবে। ব্যাংকের ব্যবস্থাপকরা তাদের কাছে আসা প্রস্তাবগুলো পর্যালোচনা করবেন এবং সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আরবি/জেডআর

Link copied!