ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

এলপি গ্যাসে কর অব্যাহতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১০:৩৭ পিএম

এলপি গ্যাসে কর অব্যাহতি

ছবি: সংগৃহীত

এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে সাড়ে সাত শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়ির রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের অপ্রতুলতার কারণে বিভিন্ন শিল্পকারখানায় এলপি গ্যাসের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতি বিবেচনা করে, এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দিয়েছে।

এতে আরও বলা হয়, এই আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর বলে গণ্য হবে।

আরবি/এফআই

Link copied!