ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

লাভেলো আইসক্রিমের উৎপাদন বাড়াতে দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৩:০৯ পিএম

লাভেলো আইসক্রিমের উৎপাদন বাড়াতে দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

উৎপাদন বাড়াবে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম। বর্তমান বাজারের চাহিদা পূরণে নতুন করে দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। যাতে বিনিয়োগ হবে ১৫০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কোম্পানিটি বর্তমান উৎপাদন কারখানা ময়মনসিংহের ভালুকায় ৫৯ দশমিক ১৬ শতাংশ জমি কিনেছে। ইউনিট স্থাপন এবং আইসক্রিম উৎপাদন শুরুর পর লাভেলোর দৈনিক আইসক্রিম উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ লাখ ৫০ হাজার লিটার, যা বর্তমান আইসক্রিম উৎপাদন ক্ষমতার প্রায় দ্বিগুণের চেয়েও বেশি।

জানা যায়, দ্বিতীয় ইউনিটের উৎপাদিত আইসক্রিম ২০২৫ সালের জুন মাস থেকে বাজারজাত করা হবে। কোম্পানির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীণ উৎস ও ব্যাংকের অর্থায়ন থেকে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

আরবি/জেআই

Link copied!