ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৩০ এএম

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে

ছবি: সংগৃহীত

সিপিডির সম্মানী ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে।

তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সেক্টরে বেশি মনোযোগ দেয়া হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে পর্যাপ্ত মনোযোগ নেই।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় আরও বলেন, সরকার ভ্যাট বৃদ্ধি করছে, তবে এর পরিবর্তে প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়নি। তার মতে, এটি একটি অবিবেচক সিদ্ধান্ত।

আরবি/এফআই

Link copied!