ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

২৯১ শেয়ারের দরপতনে লেনদেন ৩০৪ কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:৫৫ পিএম

২৯১ শেয়ারের দরপতনে লেনদেন ৩০৪ কোটি টাকা

ছবি, সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ ডিসেম্বর) ২৯১টি কোম্পানির শেয়ার দর কমেছে। একই সঙ্গে ডিএসইতে প্রধান সূচকের পতন হয়েছে ৪২ পয়েন্ট। যার ফলে লেনদেন কমে হয়েছে ৩০৪ কোটি টাকা।

ডিএসইর মঙ্গলবার লেনদেন ছিল ৩৮৩ কোটি ০৪ লাখ টাকা। মঙ্গলবার কয়েকটি কোম্পানির শান্তি প্রদানের জের ধরে লেনদেন আরো কমেছে।

ডিএসইর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ৪২.৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। অনেিদিকে, ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০টি কোম্পানির, বিপরীতে ২৯১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

আরবি/এস

Link copied!