ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
বাণিজ্য উপদেষ্টা

সরবরাহ সংকটের কারণে নিত্যপণ্যের দাম লাগামহীন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ১২:২৮ পিএম

সরবরাহ সংকটের কারণে নিত্যপণ্যের দাম লাগামহীন

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, সরবরাহ সংকটের কারণে নিত্যপণ্যের দাম লাগামহীন। সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং ভোক্তা অধিকারকে জোরালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। তবে সরবরাহ বাড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু পণ্যে শুল্ক কমানো হয়েছে। এতে কিছুটা দাম কমেছে। এজন্য ভোক্তা অধিকারকে জোরালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে চাল আমদানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপক কাজ করছি। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিত কাজ করছি।

আরবি/এফআই

Link copied!