মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারে (ওয়ারলেস গেট) মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ঢাকা কমিউনিটি মেডিকিল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম মনিরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কায়সার আহমেদ। সভায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শহিদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা কায়সার আহমেদ বলেন, আমাদের সবাইকে দেশ রক্ষায় এক সঙ্গে কাজ করতে হবে। দেশ গড়ার হাতিয়ার এ দেশের শিক্ষক, ছাত্র ও গণমানুষের নায্য অধিকার নিশ্চিত করতে হবে। সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ এস এম মনিরুল আলম বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
দুপুরের পর নাসিং কলেজ ও আইসিএইচবিতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। তার আগে স্বাগত বক্তব্য দেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উপদেষ্টা কাজী হাবিবুর রহমান।
বিকালে ‘স্বাধীনতা আমার’ বিষয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজয়ীদের পুরস্কার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান ও কাজী হাবিবুর রহমান।
আপনার মতামত লিখুন :