ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

অস্থির মাছ-মুরগি-ডিমের বাজার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৫:০৩ পিএম

অস্থির মাছ-মুরগি-ডিমের বাজার

ছবি রুপালী বাংলাদেশ

শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন স্বপ্ন দেখেছিল সর্বস্তরের জনগণ। যেই স্বপ্নে থাকবে খাদ্য নিরাপত্তা, ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা। কিন্তু, সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাড়তি দামে কিনেতে হচ্ছে এসব পণ্য। ফের অস্থির মাছ-মুরগি-ডিমের বাজার। কমেনি চাল, পেঁয়াজ, কাঁচামরিচ। টালমাটাল অবস্থা বিরাজ করছে সবজির বাজারে।

ফের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম।  গত সপ্তাহে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগী যা গতকাল শুক্রবার ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বেড়েছে সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৬০ টাকা।

বিক্রেতাদের দাবি করছে, গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় বরফের খরচ দ্বিগুণের বেশি বেড়েছে। যার প্রভাব পড়ছে মাছের দামে।

শান্তিনগর বাজারের মাছ ব্যবসায়ীদের কাছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে পাইকারি বাজারের উপর দায় চাপান তারা।

ডিমের দামও চড়া। বাজারে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ছোট আকারের ডিম। আকারে বড় ডিমের ডজন ১৭০ টাকা৷ বাজারে ১৭০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। আবার এই ডিম মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন দরে।

সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আগের অবস্থাতেই দেখা গেছে সবজির দাম। 

শান্তিনগর বাজার ঘুরে সবজির দাম:

শসার কেজি ৪০ টাকা, করলা ৬০-৭০ টাকা, লাউ ৪০-৫০ টাকা পিস, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বেগুন লম্বা ৫০-৬০ টাকা দেশি বেগুন ৭০-৯০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০-৫০ টাকা, শিম ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুরলতি ৫০ টাকা, গাজর ১৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাচা মরিচ ২২০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷

বাজার ফের অস্থির এ বিষয়ে রূপালী বাংলাদেশকে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা বলেন  ‘ভোক্তা অধিকারের কাজ চলমান রয়েছে। আপানার জানেন, আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং এর কাজ করেছি।

 

আরবি/এস

Link copied!