অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ডিমের চাহিদা দৈনিক সাড়ে চার কোটি অথচ সরবরাহ মাত্র তিন থেকে সাড়ে তিন কোটি। এজন্য বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের বাজার দর পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে ডিমের দামের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কয়েকটি উৎপাদক প্রতিষ্ঠানের কারসাজি রয়েছে, তারা সিন্ডিকেটবাজি করছে এমন অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ব্যাপারে ডিমের উৎপাদকদের সঙ্গে আলোচনায় বসব। তাদের কাছে এর কারণ জানতে চাইব।
ডিমের সরবরাহ হ্রাস পেয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, দেশে ডিমের প্রতিদিনের চাহিদা চার থেকে সাড়ে চার কোটি। এর মধ্যে আগে প্রতিদিন সমপরিমাণ সরবরাহ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিমের সরবরাহ হ্রাস পেয়ে হয়েছে সাড়ে তিন কোটি। যে কারণে চাহিদার বিপরীতে সরবরাহের সংকট তৈরি হয়েছে।
ডিম তো চকলেট না যে সরাসরি বানিয়ে ফেলা যাবে। তবে আমরা ভারত থেকে ডিম আমদানির উদ্যোগ নিয়েছি। ভারত থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি ডিম আসবে, তবে সেটা আমাদের মাত্র একদিনের চাহিদার সমান বলেও জানান ড. সালেহউদ্দিন।
দাম হ্রাসের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের তরফে চেষ্টার কোনো ত্রুটি করা হচ্ছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। এ ব্যাপারে কি কি করা লাগবে আমরা চেষ্টা করছি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের তরফে কোনো গাফিলতি কিন্তু নেই।
আপনার মতামত লিখুন :