ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সাড়ে ৭ হাজার গ্রাহকের বিমা পরিশোধ করেছে জেনিথ লাইফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৭:৫৭ পিএম

সাড়ে ৭ হাজার গ্রাহকের বিমা পরিশোধ করেছে জেনিথ লাইফ

ছবি : রূপালী বাংলাদেশ

সাত হাজার ৬৫৯ জন গ্রাহকের বিমা দাবি বাবদ ২৬ কোটি ২৭ লাখ ১ হাজার ২৯৬ টাকা পরিশোধ করেছে নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান এমন তথ্য দিয়েছেন।

কক্সবাজারে প্রতিষ্ঠানটির এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বলে সোমবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী। সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কামালুদ্দিন জাফরী বলেন, লাইফ বিমার মূল কথা হলো দাওয়া (কমিউনিকেশন), একজনকে আহ্বান করা। ইসলামি অর্থনীতির জন্য মানুষকে আ্হ্বান করা। বিমা কোম্পানিতে মুসলিম-অমুসলিম সবার জন্য কাজ করা হয়। এতে একদিকে অর্থনীতির কল্যাণে কাজ করা হয় এবং অন্যদিকে দাওয়ার কাজ করা হয়। কারণ, অমুসলিমরাও জানবে-বুঝবে, কেন এটা ইসলামি হলো। ইসলামি বিমার মাধ্যমে মানুষকে ইসলামি অর্থনীতির দিকে আহ্বান করা হয়।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের জনসাধারণের দোরগোড়ায় বিমা সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। দ্রুত বিমা দাবি পরিশোধ ও সর্বোচ্চ সেবা দিয়ে কোম্পানিটি গ্রাহক ও বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি বলেন, দেশের বিমা খাতে জেনিথ ইসলামী লাইফ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি অন্যতম লাইফ বিমা কোম্পানি। যার বিনিয়োগ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে কোম্পানির গ্রাহক সংখ্যা ৬৫ হাজার এবং বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৭ কোটি টাকা। ২০২৫ সালের দাবি পরিশোধ করার পর বিনিয়োগের এই পরিমাণ দাঁড়াবে প্রায় ৬০ কোটি টাকা।

জেনিথ লাইফের সিইও বলেন, একক বিমায় কোম্পানির শুরু থেকে এখন পর্যন্ত ১৯৭ গ্রাহকের মৃত্যুদাবির মাধ্যমে ২ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৪১ টাকা পরিশোধ করা হয়েছে। গ্রুপ বিমায় ৫৩ গ্রাহকের মৃত্যুদাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকা। স্বাস্থ্য বিমায় ২ হাজার ৩০৯ গ্রাহকের দাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ৫২২ টাকা।

এছাড়াও ২৫০ এর অধিক গ্রাহকের মেয়াদোত্তর দাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ২ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৪৬০ টাকা। ৪ হাজার ৬৭২ গ্রাহককে এসবি’র মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ৫ লাখ ৬২ হাজার ৪৭৩ টাকা। সমর্পণমূল্য বাবদ ১৯৪ গ্রাহককে ৪৭ লাখ ৭২ হাজার ৩০০ টাকা এবং কোম্পানির ৭৩ কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য বিমা দাবি বাবদ পরিশোধ করা হয়েছে ১৪ লাখ ৮০ হাজার ৪২৪ টাকা। এই মুহূর্তে কোনো প্রকার দাবি পেন্ডিং নেই।

বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. মোরতুজা আলী, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান কাজী ওয়ালী উদ্দীন ফয়সাল, আইনজীবী ও শরীয়াহ বোর্ড সদস্য সাইয়্যেদ জারীর জাফরী এবং অ্যাকচুয়ারি বাংলাদেশ লিমিটেডের সিইও আহমেদ ইমরান লস্কর।

আরবি/ এইচএম

Link copied!