৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। চার দিন ব্যাপি এ টুর্নামেন্টের মঙ্গলবার রাতে আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নৈশ ভোজ অনুষ্ঠানে মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর সেনানিবাস ন্যাশনাল ডিফেন্স কলেজ ও আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, গল্ফ ক্লাবের গল্ফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লেঃ কর্নেল সাইফুল ইসলাম এবং গল্ফ ক্লাবের পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্) লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ) , কার্যনির্বাহী কমিটির সদস্যগন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাতে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশগ্রহন করেছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত টুর্নামেন্টে কমান্ডার মো. আসাদুজ্জামান নুর ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ ব্রিগেঃ জেনাঃ ডাঃ আব্দুস শহিদ খান (অবঃ) , সিনিয়র উইনারঃ ব্রিগেঃ জেনাঃ মোঃ আহসান হাবিব (অবঃ), লেডি উইনারঃ মিসেস হাফিজা ইমাদ এবং জুনিয়র উইনারঃ মাস্টার খান ফারহান আহমেদ পুরস্কার প্রাপ্ত হন।
আপনার মতামত লিখুন :