মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের অর্থনীতি চাপে: আইএমএফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০১:০৩ এএম

বাংলাদেশের অর্থনীতি চাপে: আইএমএফ

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। বুধবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, উৎপাদনে ব্যাঘাত, বন্যা এবং ব্যয় সংকোচনমূলক নীতির কারণে এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ।

মূলধন বের হওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, রাজস্ব আয় কমা এবং ব্যয় বৃদ্ধির কারণে অর্থনীতিতে ধীরগতি ও মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। এসব চ্যালেঞ্জ আর্থিক খাতকে দুর্বল করে তুলছে বলেও সতর্ক করেছে আইএমএফ।

রূপালী বাংলাদেশ

Link copied!