প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা পড়েছেন একদল শিক্ষার্থী।
রোববার (২০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
গায়েবানা জানাজার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম (যুবাহ) বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পারভেজ ভাইয়ের মৃত্যুতে আমরা গায়েবানা জানাজা আদায় করেছি। তাকে সন্ত্রাসী হামলার মাধ্যমে খুন করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, জাহিদুল ইসলাম পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কি না, তা তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নিহত পারভেজ মোশারফ প্রাইম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের ভালুকা বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের মো. জসিম মিয়ার ছেলে।
ঘটনার বিষয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪ টায় পারভেজ পাশের ক্যান্টিনে সিঙ্গারা খেতে যায়। সেখানে ইউনিভার্সিটি অফ স্কলার্স এর দুই নারী শিক্ষার্থী সিঙ্গারা খেতে গেলে পারভেজ তাদের দিকে তাকিয়ে হাসছে কেনো এ বিষয়ে জানতে চায়। তখন তারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ফোন করে ডেকে আনে। এসময় তাদের মধ্যে হট্টগোল বাঁধে। এরপর প্রক্টোরিয়াল বডির সদস্যরা এই দৃশ্য দেখে সবাইকে ক্যাম্পাসে ডেকে এনে মীমাংসা করে দেয়।
তবে পারভেজ বনানীর স্টার টাওয়ারের সামনে গেলে ওই তিন শিক্ষার্থী সন্ত্রাসীদের খবর দিলে প্রায় ১৫ জন সন্ত্রাসীরা এসে পারভেজের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :