ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়

বন্যার্তদের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে অর্থ তুলে দিচ্ছেন সাধারণ মানুষ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ১২:৫৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বরিশাল: দেশে চলমান এছাড়া ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধকোটি ৪৯ লাখ (৪৮ লাখ ৬৯ হাজার) মানুষ। ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে অচল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। কোথাও কোথাও ডুবে গেছে দুইতালা অথবা তিনতলা বাড়ি ঘর। বন্যায় ১২ জেলায় ইতিমধ্যে ১৮ জন নিহত হয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানিয়েছেন।  তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী জেলার বাসিন্দারা। ইতোমধ্যেই এই অঞ্চলকে ডেড ঘোষণা করা হয়েছে। ১২ জেলার প্রায় ৫০ লাখ বন্যা কবলিত মানুষদের পাসে সহায়তার জন্যা বাংলাদেশের সর্বস্তরের মানুষেরা এগিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল মানবিক এবং দৃঢ় চেতা শিক্ষার্থীরা বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য একত্রিত হয়েছেন। এগিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোও। তাদের অসীম দায়বদ্ধতা, মানবিকতার প্রতি অঘাত ভালবাসায় এবং নিজস্ব প্রচেষ্টায় সেতু বন্ধন যা এই সংকটকালীন সময়ে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করছে। তারা তাদের সংগ্রহ করা অর্থ, দৈনন্দিন উপকরণ এবং মানসিক সহায়তা দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

বরিশাল বিভাগীয় শহরের বিভিন্ন গ্রাম অঞ্চলে যেয়ে অর্থ সংগ্রহ ও ফান্ড কালেকশন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। জেলার মানুষজনরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নিজেদের জমানো অর্থ এবং অনুদান। যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংগঠন এবং মানুষজন এগিয়ে আসছে সেহেতু বর্তমানপরিস্থিতিতে বর্তমান সময়ে এবং বন্যা পরবর্তী সময়কে ঘিরে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের এই মানবিক কাজে উৎসাহ দিচ্ছেন। এছাড়াও ব্যবহার করতে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস

এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেতুর টোল ঘরের একদিনের কালেকশনের সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা বন্যা কবলিতদের সহায়তায় ব্যবহার করা হবে। শিক্ষার্থীদের এমন মানবিক কাজে প্রশংসা করছেন সাধারণ জনগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও কূটনীতিবিদরা।

এছাড়াও ভায়াবহ এই বন্যা পরিস্থিতি দ্রুত নিরসনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।