ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জাবিতে ইতিহাস বিভাগের সংসদ নির্বাচন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে।

সোমবার (২৯ শে সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ৩ টা পর্যন্ত।

এই সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ইতিহাস বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম ও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিল ইসলাম ও গিয়াস উদ্দিন মুন্না।  

এছাড়াও সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন তানভীর ইবনে মোবারক,রোকনুজ্জামান রিমন ও জাকিউল সাকিব খান প্রীতম।

নির্বাচন পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান উপস্থিত ছিলেন।